সিলেটে দল-বদল সারলেন মাশরাফি-তামিমরা
হঠাৎ করেই ওয়ানডে সংস্করণের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিলেন মাশরাফি বিন মুর্তজা। দিনভর আলোচনা তাকে নিয়েই। কিন্তু এরই ফাঁকে হয়ে গেল ঢাকা প্রিমিয়ার লিগের শেষ দিনের দল-বদল। শেষ দিনে সিলেটে জাতীয় দলের খেলোয়াড়রা বল বদল সেরে নিলেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগে জাতীয় দলের খেলোয়াড় দল-বদলেই চোখ ছিল সবার। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডের ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নেতৃত্ব ছাড়ার ঘোষণায় বদলে যায় সব।
যাকে নিয়ে এতো আলোচনা সেই মাশরাফি এদিন আবাহনী ছেড়ে যোগ দিয়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। তার সঙ্গে এদিন যোগ দেন শেখ জামালে ইবাদত হোসেন চৌধুরী। জাতীয় দলের আওতায় না থাকলেও সিলেটে বাড়ি হওয়ায় সেখানেই দল-বদল সারেন। এমনকি সবার আগে যোগ দেন তিনি। এরপর একে একে দল-বদল সেরে নেন বাকী খেলোয়াড়রা।
জাতীয় দলের পাঁচ খেলোয়াড়কে এদিন দলে নেয় আবাহনী। লিজেন্ডস অব রূপগঞ্জ থেকে মুশফিকুর রহিম, মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে লিটন দাস, শেখ জামাল ধানমন্ডি লিমিটেড থেকে তাইজুল ইসলাম, শাইনপুকুর ক্রিকেট ক্লাব থেকে আফিফ হোসেন, লিজেন্ডস অব রূপগঞ্জ থেকে মোহাম্মদ নাঈম শেখ।
আর আবাহনী ছেড়ে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিতে যোগ দিয়েছেন মেহেদি হাসান মিরাজ।
রূপগঞ্জ দলে টেনেছেন দুই পেসারকে। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব থেকে আল-আমিন হোসেন ও মোহামেডান থেকে শফিউল ইসলামকে নিয়েছে তারা।
জাতীয় দলের ওপেনার তামিম ইকবালকে সাক্ষর করিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তার সঙ্গে আবাহনী থেকে মোহাম্মদ মিঠুন ও শাইনপুকুরথেকে মোস্তাফিজুর রহমানকে দলে টানে তারা। এছাড়া গাজী গ্রুপ ক্রিকেটার্সে যোগ দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
একনজরে দেখে নিন জাতীয় দলের খেলোয়াড় ঠিকানা
আবাহনী লিমিটেড: মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব ও মোহাম্মদ নাঈম শেখ
শেখ জামাল ধানমন্ডি লিমিটেড: মাশরাফি বিন মুর্তজা ও ইবাদত হোসেন চৌধুরী
গাজী গ্রুপ ক্রিকেটার্স: মাহমুদউল্লাহ রিয়াদ
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি: মেহেদী হাসান মিরাজ
লিজেন্ডস অব রূপগঞ্জ: আল-আমিন হোসেন ও শফিউল ইসলাম
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: তামিম ইকবাল খান, মোহাম্মদ মিঠুন ও মোস্তাফিজুর রহমান
Comments