মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ৯

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় আট জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চার জন। তবে তাদের পরিচয় জানা যায়নি। আজ শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার কান্দিগাঁও এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
Habiganj_Nabiganj_Road_Accident_6Mar2020
আজ শুক্রবার সকালে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় একটি মাইক্রোবাসের আট জন নিহত হন। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় নয় জন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার কান্দিগাঁও এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ছয় জনের পরিচয় জানা গেছে। এরা হলেন— ইমন খান, আব্বাস উদ্দিন, রাব্বী, আসমা বেগম, রাজীব ও মোহসীন মিয়া।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এরশাদুল হক ভূঁইয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, সিলেটমুখী মাইক্রেবাসটিতে মোট ১২ জন ছিলেন। কান্দিগাঁও এলাকায় পৌঁছে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং মহাসড়কের পাশে একটি গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নারী ও শিশুসহ আট জন নিহত হন। আহত হন চার জন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। বাকিদের শারীরিক অবস্থা আশঙ্কজনক।

Comments

The Daily Star  | English

Extreme weather events threatening food security

Since May last year, Bangladesh faced more than a dozen extreme weather events -- four cyclones, nine incidents of floods, and multiple spells of heavy rains, heatwaves, and cold waves -- and now they threaten food security..These events not only harmed individual farmers and food security

2h ago