ভুটানে প্রথম করোনা রোগী, পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা
ভুটানে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়েছে। তিনি যুক্তরাষ্ট্র থেকে ভুটানে বেড়াতে এসেছেন।
ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের ফেসবুক পোস্টের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ৭৬ বছর বয়সী এক মার্কিন পর্যটক গত সোমবার ভারত হয়ে ভুটানে আসেন।
গতকাল বৃহস্পতিবার জ্বর নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার কোভিড-১৯ ধরা পড়ে।
ভুটানে আগামী ‘দুই সপ্তাহ’ সব পর্যটকের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রাজধানী থিম্পুসহ তিন এলাকায় সব স্কুল আজ থেকে আগামী দুই সপ্তাহ বন্ধ ঘোষণা করা হয়েছে।
পর্যটকের নাম উল্লেখ না করে বলা হয়েছে, তিনি গত ১০ ফেব্রুয়ারি ওয়াশিংটন ছেড়েছেন। ২১ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত ভারত ভ্রমণ শেষে তিনি ভুটানে আসেন।
ভুটানের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, সেই ব্যক্তি ভুটানে যাদের সঙ্গে মিশেছেন এমন ৯০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
Comments