পুলিশ ব্যারাকে কনস্টেবলের ‘আত্মহত্যা’

বরিশাল জেলা পুলিশ লাইন্সের ব্যারাকে গুলিবিদ্ধ হৃদয় দাস (২০) নামে এক কনস্টেবল মারা গেছেন। পুলিশ জানিয়েছে, নিজের অস্ত্র থেকে গুলি চালিয়ে হৃদয় আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুর আনুমানিক ১২টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হৃদয়ের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার চকদূত গ্রামে। তার বাবার নাম সুকণ্ঠ দাস। গত দেড় বছর যাবত হৃদয় বরিশাল পুলিশ লাইন্সে দায়িত্ব পালন করছিলেন।
বরিশাল জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘হৃদয় আত্মহত্যার উদ্দেশ্যে তার অস্ত্র দিয়ে গলায় গুলি চালান। পুলিশ লাইন্সের ভেতরে নবনির্মিত ব্যারাকের সাততলা ভবনের ছাদ থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। দুপুর আনুমানিক ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
সাইফুল ইসলাম আরও বলেন, ‘আমরা হৃদয়ের লেখা একটি চিরকুট পেয়েছি। তাতে লেখা আছে, “এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়”। চিরকুটে হৃদয় তার ভাই সুমনের উদ্দেশে লিখেছেন, “ভাই, আমাকে ক্ষমা করে দিস”। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি, সম্প্রতি হৃদয়ের বিয়ের কথা চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে সংক্রান্ত বিষয়ে কোনো হতাশা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।’
ময়নাতদন্ত শেষে হৃদয়ের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান সাইফুল ইসলাম।
Comments