লিটন-তামিমের ব্যাটে বাংলাদেশের ভালো সূচনা
প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিলেন লিটন কুমার দাস। আর দ্বিতীয় ম্যাচে তামিম ইকবাল। এ দুই ওপেনার তৃতীয় ম্যাচেও দারুণ কিছু করার ইঙ্গিত দিচ্ছেন। তাদের সাবলীল ব্যাটিংয়ে তৃতীয় ওয়ানডের শুরুটাও ভালো হয়েছে বাংলাদেশের। দুজনই এগিয়ে যাচ্ছেন হাফসেঞ্চুরির পথে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত, টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দলের সংগ্রহ ১৫ ওভারে বিনা উইকেটে ৭৮ রান। তামিম ব্যাট করছেন ২৮ রানে। তার সঙ্গী লিটন আছেন ৪৮ রানে।
শুক্রবার (৬ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সবার দৃষ্টি মাশরাফি বিন মর্তুজার দিকে। কারণ বাংলাদেশের অধিনায়ক হিসেবে এটাই তার শেষ ম্যাচ। তবে শেষবারের মতো টস করতে নেমে হেরেছেন তিনি। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক শন উইলিয়ামস। প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই দারুণ স্বচ্ছন্দে ব্যাট চালাচ্ছেন দুই ওপেনার।
অধিনায়ক মাশরাফির শেষ ম্যাচে স্বাগতিকদের একাদশে পরিবর্তন এসেছে চারটি। তার নেতৃত্বে অভিষেক হচ্ছে দুই তরুণের। আফিফ হোসেন ধ্রুব ও মোহাম্মদ নাঈম শেখ খেলছেন তাদের প্রথম ওয়ানডে। এছাড়া একাদশে ফিরেছেন পেসার মোস্তাফিজুর রহমান ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
তবে মাশরাফির নেতৃত্বের বিদায় বেলায় নেই তার দীর্ঘদিনের সতীর্থ মুশফিকুর রহিম। এছাড়া একাদশ থেকে বাদ পড়েছেন শফিউল ইসলাম, আল-আমিন হোসেন ও নাজমুল হোসেন শান্ত। সুযোগ মেলেনি হঠাৎ দলে ডাক পাওয়া সৌম্য সরকারেরও।
Comments