পিলার থেকে রড পড়ে মেট্রোরেল প্রকল্পের শ্রমিক নিহত
পিলার থেকে রড পড়ে সবুজ মিয়া (২৪) নামে মেট্রোরেল প্রকল্পের এক শ্রমিক নিহত হয়েছেন।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর হাইকোর্ট এলাকায় প্রকল্পের ৫৭৯ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
সবুজের বাড়ি নীলফামারী জেলায়। তার ভাই এমদাদুল ইসলাম মেট্রোরেল প্রকল্পের শ্রমিক।
তিনি দ্য ডেইলি স্টারকে জানান, আজ দুপুর পৌনে ১২টার দিকে ৫৭৯ নম্বর পিলারের উপর থেকে রড পড়ে গুরুতর আহত হন সবুজ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এমদাদুল আরও জানান, সবুজ দুই বছরের বেশি সময় ধরে মেট্রোরেল প্রকল্পে কাজ করছেন।
শাহবাগ থানার উপপরিদর্শক একেএম নিয়াজ উদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
Comments