নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থ প্রশাসন: মনমোহন সিং
দিল্লির সাম্প্রতিক সহিংসতার ঘটনার কথা উল্লেখ করে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, দেশের নাগরিকদের সুরক্ষা দিতে প্রশাসন ব্যর্থ হয়েছে।
সেই সঙ্গে তিন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘টালমাটাল’ ভারতকে সামলানোর পরামর্শ দিয়েছেন।
আজ শুক্রবার দ্য হিন্দু পত্রিকায় তিনি লিখেছেন, ‘কিছু রাজনৈতিক গোষ্ঠী আমাদের সমাজের কিছু মানুষের মাধ্যমে এই সাম্প্রদায়িক উত্তেজনা তথা ধর্মীয় অসহিষ্ণুতার আগুন জ্বালিয়ে তুলছে। আইন ও শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। দেশের নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থ প্রশাসন। এমনকি, সংবাদমাধ্যমের ভূমিকাও আমাদের হতাশ করেছে।’
‘কেবল কথায় নয়, কাজের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গোটা জাতিকে বোঝানো উচিত আমরা বর্তমানে যে বিপদের মুখোমুখি হয়েছি সে সম্পর্কে তিনি সচেতন।’
‘পাশাপাশি তিনি সাধ্য মতো দেশকে এই পরিস্থিতির সঙ্গে সামলে নিতে সাহায্য করবেন এ ব্যাপারেও দেশের মানুষকে তার আশ্বস্ত করা উচিত।’
‘এই মুহূর্তে, দেশের টালমাটাল পরিস্থিতিকে স্বাভাবিক করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার সরকারের হাল ধরা উচিত’ বলে পরামর্শ দিয়েছেন মনমোহন সিং।
তার মতে, ভারত এই মুহূর্তে ‘ভয়াবহ ও কঠিন’ পরিস্থিতি মধ্যে দিয়ে যাচ্ছে। উদার গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের মডেল হিসেবে গড়ে না উঠে ভারত পিছিয়ে যাচ্ছে।
‘অত্যন্ত ব্যথিত হৃদয় নিয়ে আমি এটা লিখতে বাধ্য হচ্ছি... আমি গভীরভাবে উদ্বিগ্ন এই ভেবে যে দেশের বর্তমান অশান্ত পরিস্থিতি কেবল ভারতের আত্মাকেই ভেঙে ফেলতে পারে তাই নয়, বিশ্বের অর্থনৈতিক ও গণতান্ত্রিক শক্তি হিসাবে আন্তর্জাতিক স্তরে আমাদের অবস্থানকেও হ্রাস করতে পারে,’ যোগ করেন এই প্রবীণ কংগ্রেস নেতা ও ২০০৪ সাল থেকে দুটি মেয়াদের প্রধানমন্ত্রী।
Comments