থেমেছে বৃষ্টি, শুরু হচ্ছে খেলা
পূর্বাভাস অনুসারে বিকালে নামা বৃষ্টি থেমে গেছে। মাঠ প্রস্তুত করার পর সরিয়ে নেওয়া হয়েছে পিচের কাভার। এখন অপেক্ষা কেবল খেলা শুরুর। আড়াই ঘণ্টার একটু বেশি সময় বাংলাদেশ-জিম্বাবুয়ের লড়াই বন্ধ থাকার পর আবার মাঠে নামতে যাচ্ছেন দুই স্বাগতিক ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস।
সময় নষ্ট হওয়ায় স্বাভাবিকভাবেই কিছু ওভার কমে গেছে। দুদলের তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডে নামিয়ে আনা হয়েছে ৪৩ ওভারে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে শুরু হবে মাঠের লড়াই।
বৃষ্টিতে খেলা থামার আগে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩৩.২ ওভারে ওভারে বিনা উইকেটে ১৮২ রান। ক্যারিয়ারের তৃতীয় ও এই সিরিজে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়ে লিটন অপরাজিত আছেন ১১৬ বলে ১০২ রানে। ওপেনিংয়ে তার সঙ্গী তামিম খেলছেন ৮৪ বলে ৭৯ রান নিয়ে।
সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করে চোট পাওয়ার পর ১২৬ রানে মাঠ ছেড়েছিলেন লিটন। আগের ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে হয়েছিলেন রানআউট। তবে ছন্দে থাকার প্রমাণ রেখে এ ম্যাচেও সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। এই ইনিংস খেলার পথে বাংলাদেশের ২২তম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্যারিয়ারে এক হাজার রান পূর্ণ করেছেন তিনি। এদিন ৫৪ বলে ফিফটি স্পর্শ করার পর লিটন তিন অঙ্কে পৌঁছেছেন ১১৪ বলে। বাজে সময় পেরিয়ে রানে ফেরা তারকা ওপেনার তামিম হাফসেঞ্চুরি ছোঁয়ার স্বাদ নিয়েছেন মুখোমুখি হওয়া ৬০তম বলে।
শুক্রবার (৬ মার্চ) অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বিদায়ী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। তামিম ও লিটনের ওপেনিং জুটির সামনে পাত্তা পাচ্ছে না জিম্বাবুয়ের বোলাররা। দুই ওপেনার ভেঙেছেন ওয়ানডে সংস্করণে ২১ বছর ধরে টিকে থাকা বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং জুটির রেকর্ড।
১৯৯৯ সালে প্রতিপক্ষ ছিল এই জিম্বাবুয়েই, ওপেনিংয়ে ১৭০ রানের জুটি গড়েছিলেন শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ও মেহরাব হোসেন অপি। এতদিন ধরে এটাই ছিল ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং জুটি। অসাধারণ ব্যাটিংয়ে সেই কীর্তি এদিন ছাড়িয়ে গেলেন তামিম ও লিটন।
Comments