বান্দরবানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ১
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক তরুণকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার অভিযুক্তকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ মার্চ রাতে ১৩ বছরের ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্ত তরুণ। কিশোরীর চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করেন।
পরে, আজ বিষয়টি জানাজানি হলে পুলিশ গিয়ে কিশোরীকে থানায় নিয়ে যায় এবং অভিযুক্তকে আটক করে।
বোয়াংছড়ি থানার ওসি (তদন্ত) এনামুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ অভিযুক্ত তরুণকে আটক করে।’
Comments