চাপ এড়াতে পারছে না জিম্বাবুয়ে
হোয়াইটওয়াশ এড়াতে হলে বিশাল লক্ষ্য পাড়ি দিতে হবে। এমন লক্ষ্যে ইনিংসের শুরুতেই বড় ধাক্কা দেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিন ওভার পর মোহাম্মদ সাইফউদ্দিনও তোপ দাগান। তাতে বড় চাপে পড়ে যায় জিম্বাবুয়ে। এরপর অধিনায়ক শন উইলিয়ামসে সঙ্গে নিয়ে সে চাপ সামলে দলের ইনিংস মেরামতের চেষ্টা করেছিলেন আরেক ওপেনার রেগিস চাকাভা। কিন্তু অধিনায়কের বিদায়ে ফের চাপে দলটি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ৩৪২ রানের বিশাল লক্ষ্য তাড়ায় ইনিংসের প্রথম ওভারে টিনাশে কামুনহুকামউইকে হারায় সফরকারীরা। মাশরাফির দারুণ আউটসুইঙ্গারে ব্যাটের কানা ছুঁয়ে উইকেটরক্ষক লিটন দাসের হাতে গেলে সাজঘরমুখী হন তিনি। আর সাইফউদ্দিনের করা চতুর্থ ওভারে শর্ট মিড উইকেটে মোহাম্মদ মিঠুনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান অভিজ্ঞ ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলর।
এরপর অবশ্য অধিনায়কের উইলিয়ামসের সঙ্গে চাকাভার জুটিটি বেশ জমে উঠেছিল। ৪৬ রানের জুটিও গড়েছিলেন তারা। কিন্তু এ জুই ভাঙেন অভিষিক্ত আফিফ হোসেন ধ্রুব। বল হাতে নিয়ে দ্বিতীয় বলে উইকেটের দেখা পান এ তরুণ। উইলিয়ামসকে বোল্ড করে দেন তিনি। আউট হওয়ার আগে ৩৬ বলে ৩০ রান করেছিলেন জিম্বাবুয়ে অধিনায়ক।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ১৬ ওভারে ৩ উইকেটে ৮৮ রান। ২৫ রানে ব্যাট করছেন চাকাভা। নতুন ব্যাটসম্যান ওয়েসলি মাধেভেরে ব্যাট করছেন ১০ রানে।
এর আগে বৃষ্টিস্নাত ম্যাচে লিটন কুমার দাস ও তামিম ইকবালের সেঞ্চুরিতে নির্ধারিত ৪৩ ওভারে ৩২২ রানের বিশাল সংগ্রহ পায় বাংলাদেশ। মাচের মাঝে বৃষ্টির কারণে সাত ওভার কমিয়ে ৪৩ ওভারে আনা হয়। তাই ডি-এল পদ্ধতিতে জিম্বাবুয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৪২ রান।
তবে এ লক্ষ্যের মূলে ছিলেন লিটন। বিস্ফোরক ইনিংস খেলেছেন তিনি। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়ে খেলেছেন ১৭৬ রানের ইনিংস। ওপেনিংয়ে তার সঙ্গী তামিম ইকবালও টানা দ্বিতীয় ম্যাচে পেলেন সেঞ্চুরি। হার না মানা ১২৮ রানের ইনিংস খেলেন তিনি। দুই জনের জুটিতে এসেছে ২৯১ রান। যা ওয়ানডেতে বাংলাদেশের ওপেনিংয়ে তো বটেই রানের হিসেবে সর্বোচ্চ জুটি। এমনকি ওপেনিংয়ে ওয়ানডে ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ। আর ওয়ানডে ইতিহাসের ষষ্ঠ সর্বোচ্চ।
Comments