লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: শিল্পমন্ত্রী

কক্সবাজারে লবণ বোর্ড গঠনের ঘোষণা দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হূমায়ুন।
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হূমায়ুন। ছবি: সংগৃহীত

কক্সবাজারে লবণ বোর্ড গঠনের ঘোষণা দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হূমায়ুন।

আজ শুক্রবার সকাল ১১টায় কক্সবাজার শাখা আওয়ামী লীগ আয়োজিত লবণচাষি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

শিল্পমন্ত্রী বলেন, ‘লবণকে শিল্পপণ্য হিসেবে তালিকাভুক্ত করা হবে এবং মাঠ পর্যায়ে লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে। মাঠ পর্যায়ের কৃষকরা যাতে লবণের ন্যায্যমূল্য পায়, সেজন্য সরকার লবণে ভর্তুকি প্রদান করবেন। একইসঙ্গে ঋণের ব্যবস্থাও করা হবে।’

‘লবণচাষিদের দাবি যথাযথভাবে মূল্যায়ন করবে সরকার। লবণের ন্যায্যমূল্য নিশ্চিত ও চাষ বাড়াতে একটা স্থায়ী সমাধান বের করা হবে। লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করতে মিল মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে বসবে সরকার। ব্যবসায়ীদের সঙ্গে বসে চাষিদের স্বার্থ রক্ষায় যা করণীয়, পর্যায়ত্রুমে সব উদ্যোগ নেওয়া হবে’, যোগ করেন তিনি।

তিনি বলেন, ‘আমিও একজন লবণচাষি। কক্সবাজার জেলার চকরিয়ায় আমার লবণ চাষের জমি রয়েছে। সেখানে আমি লবণ চাষ করেছি। তাই আমি লবণ চাষ ও চাষিদের কষ্ট বুঝি। একজন লবণচাষি হিসেবে আমিও আপনাদের সঙ্গে আছি।’

সমাবেশে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাক হোসাইন বলেন, ‘লবণচাষিদের দুর্দশা লাঘব করার জন্য ঋণের ব্যবস্থা করতে ব্যাংকগুলোর সঙ্গে কথা হয়েছে। চাষিরা যাতে উৎপাদিত লবণের ন্যায্যমূল্য পায়, এর জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। বিদেশ থেকে লবণ আমদানি বন্ধ করতে সরকার বদ্ধপরিকর। চাষিদের কাছ থেকে সরাসরি লবণ কেনা হবে। সর্বোপরি বিসিক ও শিল্পমন্ত্রণালয় লবণের সমস্যা নিয়ে চাষিদের সঙ্গে নিয়মিত কথা বলছে, যাতে সমস্যা সমাধান করা যায়।’

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন— জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংরক্ষিত আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমদ প্রমুখ।

আজ সকাল ১০টায় কক্সবাজার শহরের একটি তারকা হোটেলের সম্মেলন কক্ষে মোল্লা সল্ট কোম্পানি আয়োজিত মুজিব বর্ষ উপলক্ষে ‘লবণ ত্রুয়’ কার্যত্রুমের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী। সে সময় তিনি চট্টগ্রাম জেলার বাশঁখালী, কক্সবাজার জেলার কুতুবদিয়া, মহেশখালী, ডুলাহাজারা, চকরিয়া, খুটাখালী, পোকখালী, ভারুয়াখালী ও চৌফলদণ্ডী এলাকার বেশ কয়েকজন লবণচাষির হাতে লবণ কেনার অগ্রিম চেক তুলে দেন।

Comments

The Daily Star  | English

One month of interim govt: Yunus navigating thru high hopes

A month ago, as Bangladesh teetered on the brink of chaos after the downfall of Sheikh Hasina, Nobel Laureate Muhammad Yunus returned home to steer the nation through political turbulences.

6h ago