মেসি এখন আর সেরা নেই: গাত্তি

lionel messi
ছবি: এএফপি

বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি। প্রতিনিয়তই নিজেকে ছাড়িয়ে আও নতুন চূড়ায় তুলছেন এ আর্জেন্টাইন তারকা। কিন্তু সান্তিয়াগো বার্নাব্যুতে সবশেষ এল ক্লাসিকোতে সময়টা ভালো যায়নি তার। বেশ কিছু সহজ সুযোগ মিস করেছেন। গতিও ছিল না তার। ফলে তীব্র সমালোচনায় বিদ্ধ হতে হচ্ছে তাকে। এমনকি সাবেক আর্জেন্টাইন গোলরক্ষক হুগো গাত্তি তো এখন মেসি আর সেরা নন বলেই জানিয়ে দিলেন।

মূলত ক্লাসিকোয় ৭৫তম মিনিটে ফ্রাঙ্কি ডি ইয়ংয়ের বাড়ানো বলে একবারে ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন মেসি। ছুঁতে ছিলেন ডি-বক্সের দিকে। কিন্তু গতি তেমন ছিল না। পেছন থেকে এসে দারুণ ট্যাকলে মেসির কাছ থেকে বল কেড়ে নেন মার্সেলো । তাতেই প্রশ্নটা আরও জোরালো হয়েছে।

দিয়াগো ম্যারাডোনাকে বরাবরই সর্বকালের সেরা মেনে আসা গাত্তি মেসি প্রসঙ্গে বললেন, 'আর্জেন্টিনায় যদি এ নিয়ে আমাকে নিয়ে সমালোচনা হয় আমি তা পরোয়া করি না। আমি আর্জেন্টাইন হয়েই বলছি মেসি এখন আর সেরা নন, কিন্তু সে একসময় ছিল। তারা তাকে ভুল মূল্যায়ন করছে। কারণ তারা তাকে অনেক বড় বানিয়ে রেখেছে। তারা এটা করেই যাচ্ছে। অথচ মাঠে এখন মেসি অনেক বেশি হাঁটে। ভুল মূল্যায়ন হচ্ছে।'

মেসিকে ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে এক পাল্লায় রেখে বোকা জুনিয়র্সের এ কিংবদন্তি গোলকিপার আরও বলেন, 'সে রোনালদোর মতোই ভালো। সে এখন একক সেরা নেই। সে তার আগের ছন্দে নেই, শুধু হেঁটেই বেড়ায়। সে আগে যেমন ছিল এখন তেমনটা নেই। এসব থেকে বেরিয়ে এস বাছা। তোমাকে আরও ভালো খেলতে হবে। মেসির মতো খেলোয়াড়কে ম্যারাডোনা ও পেলের মতো খেলতে হবে, তাদের সতীর্থরা তাকে বল দিত ম্যাচ জেতার জন্য'

দলের সেরা খেলোয়াড় হওয়ায় স্বাভাবিকভাবেই মেসিকে একটু বেশিই বল দিয়ে থাকেন সতীর্থরা। তারও সমালোচনা করতে থাকেন গাত্তি, '(মেসির উপর নির্ভর করে) তারা (মেসির সতীর্থরা) দলকে ডোবাচ্ছে। তারা নিজেদের সেরাটা দিচ্ছে না। দলের সবাই এরমধ্যেই আবদ্ধ হয়ে আছে। সবাই ওকে বল দেয়, অন্য কাউকে নয়।’

Comments

The Daily Star  | English
Apparel Buyers Delay Price Increases Post-Wage Hike Promise

Garment exports to US grow 17%

Bangladesh shipped apparels worth $5.74 billion in the July-March period to the USA

6h ago