মুজিববর্ষ উদযাপনের নামে চাঁদাবাজি, আটক ৩
মুজিববর্ষ উদযাপনের নামে চট্টগ্রামের একটি প্রতিষ্ঠানে চাঁদাবাজির ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, স্বপ্ন চূড়া ও একতা যুব সংঘের সিল ব্যবহার করে যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরীর নামে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদা তুলেছেন পাঁচ জন।
গত ২ মার্চ থেকে নন্দনকাননের থ্রিএ হোম স্কেচ প্রতিষ্ঠানের অফিসে গিয়ে চাঁদা দাবি করছিলেন শেখ রিয়াজ আহমেদ (৪০), শাহজাহান (৪৫), বাটুল বড়ুয়া (৩৮), লিটন (৩৫) ও চান্দু (৪০)। মুজিববর্ষ উদযাপনের নামে প্রতিষ্ঠানটি থেকে তারা ২০ হাজার টাকা দাবি করেন। চাঁদা না দিলে মারধর ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে চাঁদা আদায়ের জন্য তারা প্রতিষ্ঠানটির অফিসে গিয়ে অফিস সহকারী মধুসূদন দাশকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে রিয়াজ ও শাহজাহানকে আটক করে।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মৃণাল কান্তি মজুমদার জানান, জিজ্ঞাসাবাদে আটককৃতরা চাঁদাবাজির কথা স্বীকার করেছেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী বাটুল বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য দুজনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ঘটনায় থ্রিএ হোম স্কেচের অফিস সহকারী মধুসূদন দাশ মামলা করেছেন।
Comments