খুলে দেওয়া হয়েছে মক্কা-মদিনার ২ মসজিদ

মক্কার মসজিদ-উল-হারাম ও মদিনার মসজিদ-এ-নববী খুলে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার এ খবর নিশ্চিত করেছে সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল-এখবারিয়া।
নতুন করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি এড়াতে ওই দুই মসজিদ জীবাণুমুক্ত করার জন্য বন্ধ রাখা হয়েছিল। বিদেশি পর্যটক ও বিদেশফেরত সৌদি নাগরিকদের মসজিদ দুটিতে ঢোকার জন্য দেশে ফেরার পর অন্তত ১৪ দিন অপেক্ষা করতে হয়েছে।
তবে, রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, হজ্জ যাত্রীরা এখনই মসজিদ দুটিতে প্রবেশ করতে পারবেন কিনা সেটা এখনো নিশ্চিত করা যায়নি।
Comments