করোনাভাইরাস: নিউইয়র্কে জরুরি অবস্থা
নিউইয়র্কে ৭৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কৌমো এ ঘোষণা দেন।
কৌমোর দেওয়া তথ্য অনুযায়ী, নিউইয়র্ক সিটিতে ১১ জন, ওয়েস্টচেস্টার কাউন্টিতে ৫৭, রকল্যান্ড কাউন্টিতে ২, নাসাউ কাউন্টিতে ৪ এবং সারাতোগা কাউন্টিতে ২ জন আক্রান্ত হয়েছেন কোভিড-১৯ করোনাভাইরাসে।
গতকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রজুড়ে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন মোট ৩১২ জন এবং ১৭ জন মারা গেছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
সংক্রমণের ভয়ে কমে গেছে গণপরিবহনে যাত্রীদের চলাচল। ফলে বেশকিছু গণপরিবহন তাদের সেবা সাময়িকভাবে বন্ধ করে দিচ্ছে। নিউইয়র্ক সিটি থেকে ওয়াশিংটন ডিসির মধ্যে সরাসরি ট্রেন পরিচালনা করা প্রতিষ্ঠান এমটার্ক তাদের এই রুটের সেবা ২৬ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে।
Comments