করোনাভাইরাস: অলিম্পিক বাতিল হলে জাপানের জিডিপি কমবে ১.৪ শতাংশ

করোনাভাইরাসের কারণে টোকিও অলিম্পিক বাতিল হয়ে গেলে জাপানের জিডিপি (মোট দেশজ উৎপাদন) ১ দশমিক ৪ শতাংশ কমে যাবে বলে জানিয়েছে দেশটির একটি সিকিউরিটি ফার্ম।
ছবি: এএফপি

করোনাভাইরাসের কারণে টোকিও অলিম্পিক বাতিল হয়ে গেলে জাপানের জিডিপি (মোট দেশজ উৎপাদন) ১ দশমিক ৪ শতাংশ কমে যাবে বলে জানিয়েছে দেশটির একটি সিকিউরিটি ফার্ম।

জাপান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এসএমবিসি নিক্কো সিকিউরিটিজ নামে ওই ফার্মটি জানিয়েছে, অলিম্পিকের আসর ঘিরে সারা পৃথিবী থেকে বহু মানুষ জাপানে আসবেন। প্রায় ৬৭০ বিলিয়ন ইয়েনের বাণিজ্য হবে বলে ধারণা করা হচ্ছে। অলিম্পিক বাতিল হলে দেশটির জিডিপি থেকে ৭ দশমিক ৮ ট্রিলিয়ন ইয়েন কমে যাবে।

ফার্মটির মতে, যদি এ বছরের জুলাই পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণ চলতে থাকে, তাহলে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিক বাতিল করতে হবে। এর কারণে করপোরেট রেভিনিউও গত বছরের তুলনায় ২৪ দশমিক ৪ শতাংশ কমে যাবে।

আরেকটি প্রতিবেদনে এসএমবিসি নিক্কো সিকিউরিটিজ বলেছে, যদি এপ্রিলের মধ্যে মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণে আসে, তাহলে টোকিও অলিম্পিক বাতিল হবে না। সেক্ষেত্রে জিডিপি ০ দশমিক ৯ শতাংশ এবং করপোরেট রেভিনিউ ১৪ দশমিক ৯ শতাংশ কমবে।

এসএমবিসি নিক্কো সিকিউরিটিজের প্রধান অর্থনীতিবিদ জুনিচি মাকিনো বলেন, ‘পরিস্থিতি মোকাবিলায় সরকারের উচিত ছোট ফার্মগুলোর জন্য ঋণ সহায়তা নিশ্চিত করাসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া।’

উল্লেখ্য, এ বছরের ২৪ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত টোকিও অলিম্পিক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Comments