ঘূর্ণিঝড় ভেঙে দিয়ে গেল অর্ধশত ঘর-বাড়ি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ঘূর্ণিঝড়ের আঘাতে একটি গ্রামের প্রায় অর্ধশত বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি, উপড়ে গেছে বড় বড় গাছ। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের বাদিয়ারচড়া গ্রামের ওপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যায়।
Lalmonirhat_cyclone_1_8Mar2020
গতকাল শনিবার রাতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের বাদিয়ারচড়া গ্রামের ওপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যায়। ছবি: স্টার

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ঘূর্ণিঝড়ের আঘাতে একটি গ্রামের প্রায় অর্ধশত বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি, উপড়ে গেছে বড় বড় গাছ। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের বাদিয়ারচড়া গ্রামের ওপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যায়।

গ্রামবাসী জানায়, রাতের খাওয়া-দাওয়া শেষে ঘুমানোর প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ ঝড় ওঠে। নিমেষে সবকিছু লণ্ডভণ্ড করে দিয়ে যায়। রাতেই উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Lalmonirhat_cyclone_2_8Mar2020
আদিতমার উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর জানিয়েছেন, ঘূর্ণিঝড়ে বাদিয়ারচড়া গ্রামের অন্তত ৪০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: স্টার

আদিতমার উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, ঘূর্ণিঝড়ে বাদিয়ারচড়া গ্রামের অন্তত ৪০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ঝড়ে ক্ষতির পরিমাণ জানতে কাজ চলছে। জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের অনুদান দেওয়া হবে।

আরও পড়ুন:

মার্চে আগাম কালবৈশাখী, মাসের শেষে তাপপ্রবাহ

Comments

The Daily Star  | English

Price hike of essentials: Poor, middle class in a tight corner

Harunur Rashid, a retired government employee, was taken aback by the steep price rise of okra at the capital’s Karwan Bazar yesterday.

7h ago