চীনে কোয়ারেন্টাইন ভবন ধসে নিহত ৬
চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে করোনাভাইরাসের কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহৃত একটি হোটেল ধসে পড়ে অন্তত ছয় জন নিহত হয়েছেন। ভবনটিতে ৭০ জনেরও বেশি মানুষ ছিলেন। এদের মধ্যে ৫৮ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল।
আজ রোববার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল সন্ধ্যার দিকে প্রদেশের কুয়ানজু শহরে ভবন ধসের ঘটনা ঘটে। ভবনটিতে ৭০ জনেরও বেশি মানুষ ছিলেন।
সর্বশেষ খবর অনুযায়ী, এদের মধ্যে ছয় জন মারা গেছেন। এখন ২৮ জন আটকে রয়েছেন। উদ্ধার করা হয়েছে ৪৩ জনকে।
ভবন ধসের কারণ এখনো জানা যায়নি।
Comments