রৌমারী সীমান্তে বিএসএফ’র হাতে বাংলাদেশি যুবক আটক

arrest_logo-1_0.jpg
স্টার অনলাইন গ্রাফিক্স

কুড়িগ্রামের রৌমারী সীমান্ত থেকে নয়ন মিয়া নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। আজ রোববার বর্ডার গার্ড বাংলাদেশ জামালপুর-৩৫ ব্যাটালিয়নের সদর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গতকাল রাতে উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের ছাটকড়াইবাড়ি সীমান্ত এলাকার ১০৫৬ আন্তর্জাতিক মেইন পিলারের কাছ থেকে বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। নয়ন মিয়ার বাড়ি উপজেলার ছাটকড়াইবাড়ি গ্রামে। তার বাবার নাম সোলেমান আলী।

বিজিবি জানায়, অবৈধভাবে গরু আনতে গিয়ে ভারতের দ্বীপচর ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যদের হাতে ধরা পড়েন নয়ন। তবে তার সঙ্গীরা পালিয়ে আসে।

এর আগে শুক্রবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের মোল্লারচর সীমান্তে ১০৬১ নম্বর আন্তর্জাতিক পিলারের ৪ নম্বর সাব-পিলারের কাছে থেকে আজাহার আলী নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে আটক করে বিএসএফ।

জামালপুর-৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম আজাদ বলেন, ‘বাংলাদেশি আটকের খবরে বিএসএফ’র সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিএসএফ জানিয়েছে, আটক বাংলাদেশিকে তারা ভারেতর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।’

Comments

The Daily Star  | English

After Jamaat, NCP urges chief adviser to act against Jatiya Party

JP helped Awami League 'legalise last three illegal elections', it says

1h ago