বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের কাতার প্রবেশে নিষেধাজ্ঞা
করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে কাতার। এ ছাড়া, ইতালি থেকে ও ইতালিগামী ফ্লাইটও সাময়িক বাতিল করেছে দেশটি।
আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভাইরাস ঠেকাতে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নিচ্ছে দেশটির সরকার। এর অংশ হিসেবেই ইতালিতে ফ্লাইট বাতিল ও ১৪ দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যা আজ থেকে কার্যকর হবে।
নিষেধাজ্ঞার আওতাধীন দেশগুলো হচ্ছে- বাংলাদেশ, চীন, মিশর, ভারত, ইরান, ইরাক, লেবানন, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, সিরিয়া ও থাইল্যান্ড।
এ ছাড়া, কাতারের নাগরিকসহ সেখানে বসবাসরত সবাইকে অনুরোধ করা হয়েছে, তারা যেন খুব জরুরি না হলে কোথাও ভ্রমণ না করে।
উল্লেখ্য, কাতারে করোনাভাইরাসে আক্রান্ত ১২ জনকে শনাক্ত করা হয়েছে।
Comments