বিআরটিসি’র বাসচাপায় তরুণ নিহত

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের একটি বাসচাপায় নাঈম হোসেন (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আনুমানিক ১৯ বছর বয়সী আরও এক তরুণ। তবে তার পরিচয় জানা যায়নি।
accident_10_10_0.jpg
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের একটি বাসচাপায় নাঈম হোসেন (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আনুমানিক ১৯ বছর বয়সী আরও এক তরুণ। তবে তার পরিচয় জানা যায়নি।

আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার ছমিরমুন্সিরহাট এলাকায় চৌধুরী ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নাঈম সেনবাগ উপজেলার ইয়ারপুর এলাকার মো. মানিকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বিআরটিসি’র একটি যাত্রীবাহী বাস ফেনীর দাগনভূঞা থেকে চৌমুহনীর দিকে যাচ্ছিল। ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে চৌধুরী ফিলিং স্টেশনের সামনে বাসটি বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক তরুণ নিহত ও এক তরুণ আহত হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Comments

The Daily Star  | English
Satrasta Mor blocked by students

Intense traffic grips Dhaka as polytechnic students block Satrasta Mor

Hundreds of students gathered in the intersection around 11:30am, said a traffic sergeant of the area.

2h ago