ধামরাইয়ে গাছচাপায় নিহত ৪

ঢাকার ধামরাই উপজেলায় গাছচাপা পড়ে চার জন নিহত হয়েছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি। আজ সোমবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার মাদারটেক এলাকায় কাউলিপাড়া-মির্জাপুর সড়কের এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তিরা ভ্যানের যাত্রী ছিলেন।
রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

ঢাকার ধামরাই উপজেলায় গাছচাপা পড়ে চার জন নিহত হয়েছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি। আজ সোমবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার মাদারটেক এলাকায় কাউলিপাড়া-মির্জাপুর সড়কের এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তিরা ভ্যানের যাত্রী ছিলেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, মাদারটেক এলাকায় কাউলিপাড়া-মির্জাপুর সড়কে উন্নয়ন কাজের জন্য গাছ কাটতে টেন্ডার আহ্বান করা হয়। আজ গাছ কাটার সময় ভ্যানের চার যাত্রী গাছের নিচে চাপা পড়ে নিহত হন। আমরা নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছি। সেই সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম জানার চেষ্টা চলছে।

Comments