সিএনজি চালকের উদারতার দৃষ্টান্ত
মানুষ ছোট বা বড় হয় তার কর্ম গুণে। এই কথাটির যথার্থতা প্রমাণ করে দিয়েছেন মোহাম্মদ ফোরকান আলী। গাজীপুরের এই সিএনজি চালক তার চাচাতো ভাইয়ের কাছ থেকে ঋণ নিয়ে কিনেছেন সিএনজিটি। তিনি দরিদ্র, অসহায় এবং শারীরিক প্রতিবন্ধীদের কাছ থেকে ভাড়া নেন না। দরিদ্র রোগী এবং সড়ক দুর্ঘটনার শিকারদের বাড়ি বা দুর্ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে যান। মাঝে মাঝেই রোগীদের নিয়ে তাকে দীর্ঘ পথ যেতে হয়।
ফোরকান আলী মৃত্যুর মুখ থেকে ফিরে দরিদ্রদের সেবা করতে অনুপ্রাণিত হয়েছেন। ডাক্তার এবং আত্মীয় স্বজন তাকে মৃত হিসেবেই ধরে নিয়েছিলেন। সেখান থেকে তিনি ফিরে আসেন। ফোরকান আলী আরও প্রমাণ করেছেন সমৃদ্ধি, অধিকার বা সামাজিক অবস্থানের সঙ্গে উদারতার কোনো সম্পর্ক নেই।
আমরা অধিকাংশই জীবিকার দৌড়ে ব্যস্ত। প্রতিবেশীর খোঁজ নেওয়ারও সময় থাকে না। সেখানে আমাদেরই মাঝে একজন বিনয়ী মানুষ আছেন যিনি নিজের আয়ের একমাত্র অবলম্বনটি ব্যবহার করে অন্যকে সাহায্য করছেন। যেখানে সরকারি স্বাস্থ্যসেবা এবং অ্যাম্বুল্যান্স ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে সেখানে ফোরকানের মতো মানুষের অভাবগ্রস্তদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া ধনীদের জন্যও দৃষ্টান্ত। তার কাজটি করতে অনেক কিছু লাগে না। আর এ জাতীয় দাতব্য কাজ ঘরে বসেই শুরু করা যায়। এভাবে যদি আরও মানুষ শারীরিক প্রতিবন্ধীদের সহায়তা করার জন্য এগিয়ে আসে তাহলে তা সমাজের অনেকের দুর্দশা ঘোচাতে পারবে। অন্যের জন্য কাজ করে ফোরকান আলী সিসেরোর কথাটি প্রমাণিত করেছেন, ‘আমরা শুধু নিজের জন্য জন্মগ্রহণ করি না’। আমাদের সমাজে আরও বেশি ফোরকানের প্রয়োজন।
Comments