তদন্ত প্রতিবেদন: ডেঙ্গু প্রাদুর্ভাবের আংশিক দায় সিটি করপোরেশনের
গত বছর রাজধানীতে ডেঙ্গুর প্রাদুর্ভাবের জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আংশিক অবহেলাকে দায়ী করেছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি।
তবে, তদন্ত কমিটি এর পিছনে একক কোনো ব্যক্তির অবহেলা খুঁজে পায়নি।
এই তদন্ত কমিটির প্রতিবেদন আজ সোমবার হাইকোর্টে জমা দেওয়ার জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠানো হয়েছে।
হাইকোর্টের নির্দেশে গত বছর ১২ নভেম্বর ঢাকা জেলা আদালতের বিচারক মো. হেলাল চৌধুরীর নেতৃত্বে এই কমিটি গঠিত হয়। ডেঙ্গুর জন্য দায়ী এডিস মশার বংশবৃদ্ধি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছে তদন্ত কমিটি ।
ডেঙ্গু, চিকুনগুনিয়া ও মশাবাহিত অন্যান্য রোগের বিস্তার রোধে একটি সমন্বিত উদ্যোগের কথা বলা হয়েছে প্রতিবেদনে। রাজউক, ঢাকা ওয়াসা, বাংলাদেশ পুলিশ, ঢাকা সেনানিবাস কর্তৃপক্ষ, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিআরটিএ, বিআরটিসি, বাংলাদেশ রেলওয়ে, পানি উন্নয়ন বোর্ড, স্বাস্থ্য অধিদপ্তর, মেট্রোরেল কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তর, আবহাওয়া অধিদপ্তর ও নগরবাসীদের নিয়ে সিটি কর্পোরেশন এই উদ্যোগ নিতে পারে।
Comments