করোনার কারণে স্থগিত বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ

আগামী ২৬ মার্চ বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। কিন্তু করোনাভাইরাসের কারণে স্থগিত করা হয়েছে ম্যাচটি। শুধু তাই নয়, আগামী জুন পর্যন্ত বাংলাদেশের বিশ্বকাপ বাছাইপর্বের সব ম্যাচই স্থগিত করেছে এশিয়ান ফুটবল ফেডারেশন (এএফসি)। জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আগের দিন বাংলাদেশে ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে আইইডিসিআর। এরই মধ্যে পৃথিবীর একশর বেশি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। তাই গোটা বিশ্ব এখন করোনাভাইরাস আতঙ্কে। ইউরোপের শীর্ষে লিগগুলোতেও এ কারণে অনেক ম্যাচ স্থগিত হয়ে যাচ্ছে। এবার বাংলাদেশের ম্যাচটি স্থগিত ঘোষণা করা হলো। ফিফা ও এএফসির নির্দেশনা মেনেই ম্যাচটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে বাফুফে।
বাংলাদেশের ম্যাচটি ছাড়াও ২৬ মার্চ ভুবনেশ্বরে কাতারের বিপক্ষে ভারতের ম্যাচটিও স্থগিত হয়েছে। বাংলাদেশের ম্যাচ স্থগিত প্রসঙ্গে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম বলেন, ‘এএফসি থেকে যে নির্দেশনা এসেছে, তা আমরা মেনে নিয়েছি। কারণ যদি কিছু ঘটে, তার দায় কে নেবে? সব ম্যাচ জুন পর্যন্ত স্থগিত করেছে তারা।’
বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বে ‘ই’ গ্রুপে খেলছে বাংলাদেশ। গত সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর অক্টোবরে কাতারের বিপক্ষে হোম ম্যাচ খেলে দলটি। একই মাসে কলকাতায় ভারতের বিপক্ষেও অ্যাওয়ে ম্যাচ খেলে তারা। নভেম্বরে মাসকাটে ওমানের বিপক্ষেও অ্যাওয়ে ম্যাচ খেলেছে বাংলাদেশ। তাই চলতি বছর বাকি চারটি ফিরতি ম্যাচের তিনটিই ঘরের মাঠে খেলবে বাংলাদেশ।
Comments