বিয়ের পর বদল আসবে, টের পাচ্ছেন সৌম্য
গত বিপিএলে টানা রান করার পর লিটন দাস বলেছিলেন, বিয়ের পর খুলেছে তার মাথা, বেড়েছে দায়িত্ববোধ। তার প্রতিফলন দেখা যাচ্ছে ব্যাটে। বিয়ের পর প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাচ সেরা হয়ে সৌম্য সরকার বললেন, একটা পরিবর্তন আসছে টের পাচ্ছেন তিনিও।
সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনেকদিন পর উত্তাল হয়ে উঠে সৌম্যের ব্যাট। ৩২ বলে ৫ ছক্কা, ৪ বাউন্ডারিতে করেন টি-টোয়েন্টিতে নিজের সর্বোচ্চ ৬২ রান। ২০০ রান করে বাংলাদেশ জেতে ৪৮ রানে।
অনুমিতভাবেই ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তার হাতে। লিটনের মতই কি তাহলে দায়িত্ববোধ বেড়ে গেল তার? সাফল্যের আলোয় হাসির ফোয়ারা ছড়িয়ে সৌম্য জানালেন এখনই পুরো পরিবর্তন না হলেও, বদল আসছে, মিলছে সে আভাস, ‘কয়দিনই হলো মাত্র (বিয়ের)। একটা ম্যাচ খেললাম। পরিবর্তন হবে যে এটা বোঝা যাচ্ছে।’
বিয়ের ছুটিতে থাকায় টেস্টে ছিলেন না, প্রথম দুই ওয়ানডেতেও ছিলেন না। তৃতীয় ওয়ানডেতে ফিরলেও একাদশে ঠাঁই হয়নি। সেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি খেলার পর আবার খেলতে নামা। লম্বা বিরতি পড়ায় ছিলেন অনেক বেশি নিমগ্ন, ‘জিম্বাবুয়ের সঙ্গে অভিষেক ছিল। সব সময় ওদের বিপক্ষে আমি ফোকাস থাকি। অনেকদনিপর ওদের সঙ্গে ম্যাচ খেলছি, ফোকাস বেশি ছিল। ওভাবে দেখিনি জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ খেলছি।’
Comments