আলঝেইমার-হাইপারটেনশন-হার্টের সমস্যা নিয়ে শতবর্ষী চীনার করোনা-মুক্তি
একশ বছর বয়সী এক চীনা নাগরিক করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন তিনি।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়ার বরাত দিয়ে সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া আজ মঙ্গলবার জানিয়েছে, গত শনিবার করোনা আক্রান্ত শতবর্ষী চীনা নাগরিক চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, তিনি এখন পর্যন্ত করোনায় আক্রান্ত সবচেয়ে বয়স্ক মানুষ যিনি সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন।
করোনা আক্রান্ত এই শতবর্ষী চীনা ভাইরাসটির উৎসস্থল উহানের একটি হাসপাতালে ১৩ দিন চিকিৎসা নিয়েছিলেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, করোনায় আক্রান্ত হয়ে তিনি গত ২৪ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার স্বাস্থ্য খুব একটা ভালো ছিল না। তিনি আলঝেইমার, হাইপারটেনশন ও হার্টের সমস্যায় ভুগছেন।’
১৯২০ সালে জন্ম নেওয়া এই চীনা নাগরিক গত ফেব্রুয়ারি শততম জন্মবার্ষিকী উৎযাপন করেন।
এর আগে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, প্রবীণ ও যাদের স্বাস্থ্যগত সমস্যা রয়েছে তাদের জন্যে করোনাভাইরাস কোভিড-১৯ খুবই বিপজ্জনক।
Comments