দর্শক থাকবে না বার্সেলোনা-নাপোলি ম্যাচেও
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা ও নাপোলির মধ্যকার শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ম্যাচ আয়োজন নিয়ে কাতালুনিয়ার আঞ্চলিক সরকারের সঙ্গে মঙ্গলবার (১০ মার্চ) স্থানীয় সময় সকালে আলোচনায় বসেন বার্সেলোনার প্রতিনিধিরা। এরপর সরকারি নির্দেশনা মেনে নিয়ে ‘ক্লোজড ডোর’ ম্যাচ আয়োজন করার বিষয়টি নিশ্চিত করে অফিসিয়াল ওয়েবসাইটে বিবৃতি দিয়েছে ক্লাবটি।
স্পেনের কাতালুনিয়ায় গেল ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। এর প্রেক্ষিতে প্রাণঘাতী এই ভাইরাসটি ছড়িয়ে পড়া এড়াতে সতর্কতার অংশ হিসেবে বার্সা-নাপোলি ম্যাচে দর্শক না রাখার সিদ্ধান্ত এসেছে। কাতালুনিয়া আঞ্চলিক সরকারের জনস্বাস্থ্য মন্ত্রী জোয়ান গুইক্স বলেছেন, ‘এটা এমন একটা সিদ্ধান্ত যা কেবল স্বাস্থ্যগত কারণে নেওয়া হয়েছে।’
আগামী ১৯ মার্চ ন্যু ক্যাম্পে নাপোলির মুখোমুখি হবে বার্সা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। আগের লেগে ইতালিয়ান ক্লাবটির মাঠে ১-১ ব্যবধানে ড্র করেছিলেন লিওনেল মেসিরা।
ভ্যালেন্সিয়া ও আটালান্টার মধ্যকার ম্যাচের অনুসরণে চ্যাম্পিয়ন্স লিগে এটি দ্বিতীয় স্প্যানিশ-ইতালিয়ান লড়াই, যেখানে সমর্থকদের নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার রাতে ভ্যালেন্সিয়ার মাঠ মেস্তায়ায় খেলতে নামবে দল দুটি।
এর আগে একই প্রতিযোগিতায় প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে বরুসিয়া ডর্টমুন্ডের ম্যাচটিও দর্শকহীন স্টেডিয়ামে খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল বুধবার ফ্রান্সের ক্লাব পিএসজির মাঠে বাংলাদেশ সময় রাত ২টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
Comments