করোনার উপসর্গ থাকায় আইসোলেশনে ৮ জন: আইইডিসিআর

দেশে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আইইডিসিআর এর প্রেস ব্রিফিং। ছবি: মওদুদ আহম্মেদ সুজন

করোনাভাইরাসের উপসর্গ থাকায় আট জনকে হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে বলে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে জানানো হয়েছে। এর বাইরে আরও চার জনকে সরকারি ব্যবস্থাপনায় কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে।

ইনস্টিটিউটের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা আজ প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানিয়েছেন।

সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় ছয় জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে কারও নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। করোনাভাইরাসের উপসর্গ দেখা গেলে আইইডিসিআর এর হটলাইন নাম্বারে যোগাযোগ করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

করোনাভাইরাস নিয়ে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেছেন, উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি দেশে।

বিদেশ ফেরতদের করণীয় সম্পর্কে তিনি বলেন, করোনাভাইরাসের উপসর্গ থাক বা না থাক তাদেরকে বাড়িতে ১৪ দিন কোয়ারেন্টাইন থাকতে হবে। এই সময়ের মধ্যে পারতপক্ষে বাইরে বের হওয়া যাবে না ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দূরত্ব বজায় রাখতে হবে। তবে যদি একান্তই বাইরে যেতে হয় তবে মাস্ক পরে যেতে হবে।

তিনি আরও বলেন, বাজারের যেকোনো সাবান দিয়ে ট্যাপের পানিতে ২০ সেকেন্ড হাত ধুলেই ভাইরাস চলে যায়। উদ্বিগ্ন হয়ে স্যানিটাইজার কেনার জন্য অহেতুক ভিড় করার কোনো দরকার নেই।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago