ঝিনাইদহে পুড়ল ১০ বিঘা জমির পান বরজ
ঝিনাইদহের কালীগঞ্জে শুকনো পাতা পোড়ানোর আগুনে প্রায় ১০ বিঘা জমির পানের বরজ পুড়ে গেছে। আজ মঙ্গলবার দুপুরে কালীগঞ্জের শালিখা গ্রামে এ ঘটনা ঘটে।
কালীগঞ্জ ফায়ার ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শামছুর রহমান জানিয়েছেন, পানের বরজের পাশে একটি আখ খেতের শুকনা পাতা পোড়ানো থেকে আগুনের সূত্রপাত। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই প্রায় ১০ বিঘা জমির পান বরজ পুড়ে যায় বলেও জানান তিনি।
এদিকে, পানের বরজ পুড়ে যাওয়ায় দিশেহারা কৃষক। ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানিয়েছেন প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে তাদের। কৃষক খোকন আলী জানান, বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে পানের বরজ করেছিলেন তিনি। পান চাষ করেই সংসার চলত তার।
Comments