অতিরিক্ত দামে মাস্ক বিক্রি, জেল-জরিমানা
সরকারি নির্দেশনার পরও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিক্রি করায় নারায়ণগঞ্জ, বরিশাল ও মানিকগঞ্জে জেল-জরিমানা করা হয়েছে।
নারায়ণগঞ্জ শহরের অভিযানে পাঁচ টাকার মাস্ক ৫০ টাকায় বিক্রি করায় বিশ্বজিৎ দাস নামের ওষুধের দোকানদারকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া, অবৈধভাবে ওষুধ মজুদ রাখায় আটটি ওষুধের দোকানে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক দ্য ডেইলি স্টারকে জানান, বিক্রেতারা করোনাভাইরাসকে পুঁজি করে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারের অতিরিক্ত দাম নিচ্ছিলেন। অথচ ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে প্রতিটি ওষুধের দোকানে জীবাণুনাশকের মূল্য তালিকা দেওয়া হয়েছে।
বরিশালে অতিরিক্ত দামে মাস্ক বিক্রি করার অপরাধে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত চারটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে।
মানিকগঞ্জ
এ ছাড়া, অতিরিক্ত দামে মাস্ক বিক্রি করায় মানিকগঞ্জ শহরের এক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শহরের দোকান ও ফার্মেসিতে অভিযান চালানোর সময় বেশি দামে মাস্ক বিক্রির অপরাধে মা বস্ত্রালয়কে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
Comments