করোনাভাইরাস: বিএনপির বিক্ষোভ কর্মসূচি স্থগিত
দেশে করোনাভাইরাস আক্রান্ত শনাক্তের ঘটনায় বিএনপির বুধবারের বিক্ষোভ কর্মসূচি স্থগিত করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবিলম্বে কারামুক্তির দাবিতে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালনের কথা ছিল।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।
তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে বুধবার বিক্ষোভ কর্মসূচি হওয়ার কথা থাকলেও, করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসময় মির্জা ফখরুল কোভিড-১৯ আক্রান্তদের সাহায্য এবং করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে সচেতনতা তৈরিতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
Comments