জয় দিয়ে এএফসি কাপে অভিষেক রাঙাতে চায় বসুন্ধরা কিংস

বাংলাদেশ প্রিমিয়ার লিগে নাম লিখিয়ে প্রথমবারেই শিরোপা জেতা বসুন্ধরা কিংস এবার পা রাখতে যাচ্ছে মহাদেশীয় আসরে। এএফসি কাপের অভিষেক ম্যাচে তাদের প্রতিপক্ষ মালদ্বীপের টিসি স্পোর্টস। শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে আসরে শুভ সূচনা করার প্রত্যাশা ব্যক্ত করেছেন দলটির স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন।
bashundhara kings vs tc sports
ছবি: ফিরোজ আহমেদ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে নাম লিখিয়ে প্রথমবারেই শিরোপা জেতা বসুন্ধরা কিংস এবার পা রাখতে যাচ্ছে মহাদেশীয় আসরে। এএফসি কাপের অভিষেক ম্যাচে তাদের প্রতিপক্ষ মালদ্বীপের টিসি স্পোর্টস। শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে আসরে শুভ সূচনা করার প্রত্যাশা ব্যক্ত করেছেন দলটির স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন।

এশিয়া মহাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতা এএফসি কাপে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বসুন্ধরা। বাংলাদেশের পেশাদার ফুটবলের ২০১৮-১৯ মৌসুমের চ্যাম্পিয়ন হিসেবে তারা সরাসরি খেলছে গ্রুপ পর্বে। টিসি স্পোর্টস ছাড়া ‘ই’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ মালদ্বীপেরই মাজিয়া ও ভারতের চেন্নাই সিটি।

আগামীকাল বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টিসি স্পোর্টসের বিপক্ষে বিকাল সাড়ে তিনটায় মাঠে নামবে বসুন্ধরা। তার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দলটির কোচ ব্রুজোন বলেছেন, ‘আমরা যে প্রতিযোগিতাতে খেলি, প্রতিটির শিরোপা জেতার সামর্থ্য রাখি। আমরা এএফসি কাপে নতুন এসেছি। এটি আন্তর্জাতিক পর্যায়। আমরা উপমহাদেশের সেরা দলগুলোর বিপক্ষে খেলব। আমরা কেবল গ্রুপ পর্ব পার হতে নয়, এএফসি কাপ জিততেও দৃঢ়প্রতিজ্ঞ। প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করা খুব গুরুত্বপূর্ণ কারণ আমাদের দ্বিতীয় ম্যাচটি মালদ্বীপের মাটিতে।’

আক্রমণভাগের শক্তি বাড়াতে কদিন আগে হার্নান বার্কোসকে দলভুক্ত করেছে বসুন্ধরা। রেজিস্ট্রেশন করতে দেরি হওয়ায় এখনও লিগে খেলা হয়নি তার। আর বসুন্ধরাও গোল করায় সুবিধা করে উঠতে পারছে না। তবে আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে পাওয়া যাবে এএফসি কাপে। প্রতিপক্ষের জালের ঠিকানা খুঁজে নিয়ে ম্যাচের ফল নিজেদের পক্ষে আনার কাজটা তিনি সহজ করে দেবেন বলে মনে করেন ব্রুজোন। তবে ‘তুরুপের তাস’ হিসেবে তিনি ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলা ড্যানিয়েল কলিনদ্রেসের নাম উল্লেখ করেছেন, ‘ড্যানিয়েল আমাদের অধিনায়ক, প্লেমেকার ও আমাদের সেরা খেলোয়াড়। আমি ওকেই সেরা মানতে পছন্দ করি।’

মালদ্বীপের শীর্ষ ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন মাজিয়া। তার আগের আসরে শিরোপা জিতেছিল টিসি স্পোর্টস। ক্লাবটিতে খেলেন দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা প্লেমেকার আলি আশফাক। তাকে মূল অস্ত্র হিসেবে উল্লেখ করে জয়ের আশাবাদ জানিয়েছেন টিসি কোচ মোহাম্মদ শাজলিও, ‘আমি মনে করি, বসুন্ধরার মতো আমাদেরও জয়ের সমান সম্ভাবনা রয়েছে।... আশফাকের অন্তর্ভুক্তি আমাদের দলের শক্তি অনেক বাড়িয়ে দিয়েছে। কারণ ও মালদ্বীপের সেরা খেলোয়াড়।’

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের ধাক্কা ক্রীড়াঙ্গনেও এসে লেগেছে। এরই মধ্যে ২০২২ কাতার বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইপর্বের ম্যাচগুলো স্থগিত করেছে এশিয়ান ফুটবল ফেডারেশন (এএফসি)। তবে এএফসি কাপ নিয়ে কোনো নির্দেশনা দেয়নি সংস্থাটি। করোনাভাইরাস আতঙ্কের মধ্যে খেলতে নামার আগে শাজলি বলেছেন, তার মনোযোগ কেবল ম্যাচের দিকে, ‘সবার মতো আমরাও এটি নিয়ে সচেতন। কিন্তু এখন শুধু ম্যাচের দিকে দৃষ্টি রাখছি। ম্যাচের পর আমরা করোনাভাইরাস নিয়ে চিন্তা করব।’

Comments

The Daily Star  | English

Teesta floods bury arable land in sand, leaving farmers devastated

40 unions across 13 upazilas in Lalmonirhat, Kurigram, Rangpur, Gaibandha, and Nilphamari are part of the Teesta shoal region

1h ago