রানাপ্লাজার মালিক সোহেল রানার জামিন প্রশ্নে হাইকোর্টের রুল
ভবন নির্মাণে অনিয়মে অভিযুক্ত রানা প্লাজার মালিক সোহেল রানাকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী ১০ দিনের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী একেএম ফজলুল হক।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক দ্য ডেইলি স্টারকে জানান, হাইকোর্টের আদেশের পর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হবে না।
তিনি আরও বলেন, ২০১৪ সালের ১৫ জুন সাভারে ভবন নির্মাণে অনিয়মের অভিযোগে সোহেল রানাসহ ১৭ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করা হয়। এর আগে ২০১৭ সালের ২৯ আগস্ট অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত করে সোহেল রানাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৬ জনের প্রাণহানি ঘটে। আহত হন ১ হাজার ১৬৭ জন।
Comments