দ্য ডেইলি স্টারের ২০১৮ সালের সংবাদের স্ক্রিনশট দিয়ে ছড়ানো হচ্ছে গুজব
দ্য ডেইলি স্টার এ ২০১৮ সালে প্রকাশিত একটি সংবাদের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, সরকার স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
‘স্কুলস, কলেজেস শাট টুমরো: মিনিস্ট্রি’ শিরোনামের ওই প্রতিবেদন নিরাপদ সড়ক আন্দোলনের সময় ২০১৮ সালের ১ আগস্ট প্রকাশিত হয়েছিল।
দেশে তিন জন করোনভাইরাসে আক্রান্তের সাম্প্রতিক খবরে ওই প্রতিবেদনটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে একটি স্বার্থান্বেষী মহল। বিষয়টি দ্য ডেইলি স্টার এর নজরে এসেছে।
আজ মঙ্গলবার করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নয়, সচেতনতামূলক কার্যক্রম চালানের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুকের সই করা অফিস আদেশে করোনাভাইরাস প্রতিরোধ ও চিকিৎসায় করণীয় সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম চালানোর নির্দেশনা দেওয়া হয়।
আরও পড়ুন:
Comments