মরিনহোর টটেনহ্যামকে উড়িয়ে কোয়ার্টারে লাইপজিগ

নিজেদের মাঠে প্রথম লেগের ম্যাচেই হেরে গিয়েছিল টটেনহ্যাম হটস্পার্। তাই প্রতিপক্ষের মাঠ থেকে জয় তুলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের টিকেট কাটা ছিল তাই বেশ কঠিন। সে প্রত্যাশা তো পূরণ হয়ই-নি, এমনকি প্রতিদ্বন্দ্বিতাটাও করতে পারেনি তারা। আরবি লাইপজিগের কাছে রীতিমতো ধরাশায়ী হয়েছে দলটি।
ছবি: এএফপি

নিজেদের মাঠে প্রথম লেগের ম্যাচেই হেরে গিয়েছিল টটেনহ্যাম হটস্পার্। প্রতিপক্ষের মাঠ থেকে জয় তুলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের টিকেট কাটা ছিল তাই বেশ কঠিন। সে প্রত্যাশা তো পূরণ হয়ই-নি, এমনকি প্রতিদ্বন্দ্বিতাটাও করতে পারেনি তারা। আরবি লাইপজিগের কাছে রীতিমতো ধরাশায়ী হয়েছে দলটি।

মঙ্গলবার রাতে ইউরোপের সবচেয়ে জনপ্রিয় ক্লাব আসরের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ৩-০ গোলের বড় ব্যবধানে হেরে গেছে হোসে মরিনহোর শিষ্যরা।

প্রথম লেগে লাইপজিগের কাছে ১-০ গোলে হেরেছিল ইংলিশ ক্লাব টটেনহ্যাম। দুই লেগ মিলিয়ে জার্মান ক্লাবটির জয়ের ব্যবধান তাই ৪-০।

রেড বুল অ্যারেনায় ম্যাচের ২১ মিনিটের মধ্যেই দুই গোল খেয়ে বসে টটেনহ্যাম। দশম মিনিটে কনরাড লেইমারের বাড়ানো বল থেকে টিমো ভেরনারের শট স্পার্সের এক ডিফেন্ডার ফিরিয়ে দেন। এরপর আলগা বল পেয়ে মার্সেল সাবিৎজারকে পাস দেন ভেরনার। প্রায় ২৫ গজ দূর থেকে দারুণ এক কোণাকুণি শটে লক্ষ্যভেদ করেন অস্ট্রিয়ান এই ফরোয়ার্ড। হাত ছোঁয়ালেও ফেরাতে পারেননি টটেনহ্যাম গোলরক্ষক হুগো লরিস।

১৯তম মিনিটে বল জালে জড়িয়েছিলেন জার্মান স্ট্রাইকার ভেরনার। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। তবে ব্যবধান বাড়াতে দুই মিনিটও সময় নেয়নি লাইপজিগ। ২১তম মিনিটে নিজেদের অর্ধ থেকে বাড়ানো বল ধরে ডি-বক্সে সাবিৎজারকে কাটব্যাক করেন অ্যাঞ্জেলিনো। দারুণ এক কোণাকুণি হেডে আবারো বল জালে জড়ান স্বাগতিক অধিনায়ক। এবারও লরিসের হাতে লেগে বল জালে জড়ায়।

২৮তম মিনিটে ভেরনারের দারুণ জোরালো শট ফিরিয়ে দেন লরিস। ৪১তম মিনিটে সুযোগ পেয়েছিল টটেনহ্যামও। জিওভানি লো সোলসোর শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক পিটার গেলাসি। বিরতির পর ৭৩তম মিনিটে লুকাস মৌরার কাটব্যাক থেকে ডেলে আলির শটও ধরে ফেলেন গেলাসি।

৮৭তম মিনিটে টটেনহ্যামের জালে শেষ পেরেকটি ঠুকে দেন সাবিৎজারের বদলি নামা এমিল ফোর্সবার্গ। ডি-বক্সে রাখা অ্যাঞ্জেলিনোর কাটব্যাকে প্যাট্রিক স্কিচ শট নিলে স্পার্সের এক ডিফেন্ডারে পায়ে লেগে আলগা বল পেয়ে যান ফোর্সবার্গ। মাঠে নামার পর প্রথম শটেই লক্ষ্যভেদ করেন তিনি।

রাতের অপর ম্যাচে ভ্যালেন্সিয়াকে ৪-৩ গোলের ব্যবধানে হারিয়েছে ইতালিয়ান ক্লাব আতালান্তা। ম্যাচের চারটি গোলই করেছেন ফরোয়ার্ড জোসিপ ইলিচিচ। প্রথম লেগের ম্যাচে ৪-১ গোলে জিতেছিল চ্যাম্পিয়ন্স লিগে এবারই প্রথম নাম লেখানো আতালান্তা। দুই লেগ মিলিয়ে ৮-৪ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে দলটি।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago