বেনাপোলে ডিজিটাল থার্মাল স্ক্যানার
বেনাপোল ইমিগ্রেশনে চেকপোস্টে যাত্রীদের করোনাভাইরাসসহ শরীরের তাপমাত্রা মাপার থার্মাল স্ক্যানার দীর্ঘদিন অচল থাকার পর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নতুন ডিজিটাল থার্মাল স্ক্যানার স্থাপন করা হয়েছে।
চীন ও ভারতসহ বিভিন্ন দেশে করোনাভাইরাস দেখা দেওয়ায় বেনাপোল চেকপোস্টে জানুয়ারি থেকে ম্যানুয়াল হ্যান্ড থার্মোমিটার দিয়ে যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছিল। কিন্তু, এ চেকপোস্টে যাত্রীদের চাপ থাকায় ম্যানুয়ার হ্যান্ড থার্মাল দিয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা করা সম্ভব হচ্ছিল না।
মেডিকেল টিমের শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউছুফ আলী জানিয়েছেন, ডিজিটাল থার্মাল স্ক্যানার স্থাপনের ফলে ভারতসহ দেশ-বিদেশ থেকে আগত যাত্রীদের শরীরের তাপমাত্রা, ঠাণ্ডা-কাশি বা অন্য কোনো ভাইরাস আছে কিনা সেটা সহজে পরীক্ষা করা সম্ভব হবে।
Comments