করোনাভাইরাস

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানও সীমিত

home minister
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: স্টার ফাইল ফটো

করোনাভাইরাসের কারণে এবারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও কাটছাঁট করা হয়েছে। খুবই সীমিত পরিসরে সীমিত সংখ্যক আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে অনুষ্ঠান করা হবে।

২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ বুধবার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২৫ মার্চ কালো রাতকে স্মরণ করে ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত বাতি নিভিয়ে ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হবে।’

তিনি বলেন, ‘২৫ ও ২৬ মার্চ ব্যাপক জনসমাবেশকে নিরুৎসাহিত করা হচ্ছে। এ সংক্রান্ত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো ঘরোয়াভাবে পালনের অনুরোধ জানানো হয়েছে।’

আসাদুজ্জামান খান আরও বলেন, ‘২৬ মার্চের কুচকাওয়াজ ও সংশ্লিষ্ট অনুষ্ঠানগুলো হবে কি না, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরে জানানো হবে। তবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক নিরাপত্তা প্রস্তুতি রয়েছে। সারাদেশে একই সময়ে যাতে তোপধ্বনি করা হয়, সেজন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হবে।’

সভা শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মচারীদের মাঝে প্রতীকী রেশন কার্ড বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Over 100 injured in overnight clashes between CU students, locals

Following the clash, the university authorities have postponed all departmental examinations scheduled for today.

1h ago