টেস্ট খেলতে জুনে আসছে অস্ট্রেলিয়া, সূচি চূড়ান্ত

australia cricket team
ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া টুইটার

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী জুন মাসে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। চট্টগ্রাম ও ঢাকায় হতে যাওয়া টেস্ট দুটির দিনক্ষণ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার (১১ মার্চ) বিসিবি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, চলতি বছর জুন মাসের শুরুর দিকে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। প্রথমে তারা একটি চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। তবে তাদের আসার তারিখ ও চার দিনের ম্যাচ মাঠে গড়ানোর তারিখ এখনো জানানো হয়নি।

প্রস্তুতি ম্যাচের পর ১১ থেকে ১৫ জুন চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। আর ১৯ থেকে ২৩ জুন সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

২০১৭ সালে সর্বশেষ বাংলাদেশে টেস্ট খেলতে এসেছিল অস্ট্রেলিয়া। সেবার মিরপুরে অস্ট্রেলিয়াকে প্রথমবার হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজ ড্র হয়েছিল ১-১ ব্যবধানে।

একই সঙ্গে তিন ওয়ানডে আর চার টি-টোয়েন্টি খেলতে আয়ারল্যান্ড সফরের সূচিও নিশ্চিত করেছে বিসিবি। আইরিশ ক্রিকেট বোর্ড অবশ্য বাংলাদেশের সঙ্গে তাদের সিরিজের সূচি দিয়েছিল একদিন আগে।

আরও পড়ুন: বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ ইংল্যান্ডে

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর ২০২০:

তারিখ

সূচি

ভেন্যু

পরে জানানো হবে

অস্ট্রেলিয়া আসবে

 

পরে জানানো হবে

চার দিনের প্রস্তুতি ম্যাচ

পরে জানানো হবে

১১-১৫ জুন, ২০২০

প্রথম টেস্ট

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম

১৬ জুন, ২০২০

দল ঢাকার ফিরবে

 

১৯-২৩ জুন, ২০২০

দ্বিতীয় টেস্ট

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা

 

Comments

The Daily Star  | English

Three more advisers sworn in

The new advisers are Mahfuj Alam, special assistant to the chief adviser, renowned filmmaker Mostofa Sarwar Farooki, and Sk Bashir Uddin, managing director of AkijBashir Group

1h ago