মাঠে নেমেই বাজিমাত বসুন্ধরার আর্জেন্টাইন স্ট্রাইকার বার্কোসের

hernan barcos
হার্নান বার্কোস। ছবি: সংগৃহীত

ঘরোয়া লিগে নয়, একেবারে মহাদেশীয় ক্লাব আসর দিয়ে বসুন্ধরা কিংসের জার্সিতে অভিষেক হলো হার্নান বার্কোসের। আর মাঠে নেমেই বাজিমাত করলেন আর্জেন্টিনার সাবেক এই স্ট্রাইকার। আট মিনিটের ব্যবধানে টিসি স্পোর্টসের জালে দুবার বল জড়ালেন তিনি।

বুধবার (১১ মার্চ) এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা ও টিসি স্পোর্টস। প্রথমার্ধ শেষে মালদ্বীপের ক্লাবটির বিপক্ষে লাল-সবুজের প্রতিনিধিরা এগিয়ে ২-১ ব্যবধানে। দীর্ঘদেহী বার্কোসের দুটি গোলই এসেছে হেড থেকে। অতিথিদের হয়ে একটি গোল শোধ করেছেন ইসমাইল ইয়াসা।

ঘরের মাঠে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই টিসি স্পোর্টসের রক্ষণে ভীতি ছড়ায় বসুন্ধরা। দলটির আক্রমণভাগের খেলোয়াড়রা হানা দিতে থাকেন প্রতিপক্ষের রক্ষণে। আধিপত্য ধরে রেখে ১৮তম মিনিটে এগিয়ে যায় তারা। অধিনায়ক ড্যানিয়েল কলিনদ্রেসের ক্রসে হেড করে লক্ষ্যভেদ করেন বার্কোস।

পিছিয়ে পড়ে দমে না গিয়ে উল্টো উজ্জীবিত হয়ে ওঠে টিসি। তিন মিনিটের মধ্যে সমতায়ও ফেরে তারা। মালদ্বীপের স্ট্রাইকার ইয়াসার পেনাল্টি কিক রুখে দিয়েছিলেন বসুন্ধরার গোলরক্ষক আনিসুর রহমান জিকো। কিন্তু পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি শট নেন ইয়াসা। বল জিকোর হাতে লেগে জালে জড়ায়।

পরের মিনিটেই অবশ্য এগিয়ে যেতে পারত স্বাগতিকরা। ২০১৮ বিশ্বকাপে কোস্টারিকার হয়ে খেলা ফরোয়ার্ড কলিনদ্রেসের শট বাইরের জালে গিয়ে লাগে। চার মিনিট পর ঠিকই গোল পেয়ে যায় বসুন্ধরা। বিপলু আহমেদের ক্রসে নিখুঁত হেডে নিশানা খুঁজে নিয়ে ফের সমর্থকদের উল্লাসে মাতান বার্কোস।

এশিয়ার দ্বিতীয় সেরা ক্লাব আসর এএফসি কাপে এবারই প্রথম অংশ নিচ্ছে বসুন্ধরা কিংস। টিসি স্পোর্টস ছাড়া ‘ই’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ মালদ্বীপেরই মাজিয়া ও ভারতের চেন্নাই সিটি।

Comments

The Daily Star  | English

Israel stands down alert after Iran missile launch

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

22h ago