ছাদের রেলিংয়ের ইট পড়ে নারী নিহত
রাজধানীর কামরাঙ্গীরচর মুন্সিহাটি এলাকায় ভবন থেকে ইট পড়ে রাশিদা বেগম (৩০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।
আজ বুধবার বেলা একটার দিকে ঘটনাটি ঘটেছে। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী আলমগীর হোসেন জানান, স্ত্রী ও দুই সন্তান নিয়ে কামরাঙ্গীরচর দক্ষিণ মুন্সিরহাটি এলাকায় থাকতেন। এলাকায় তার চায়ের দোকান আছে। দুপুরে রাশিদা দোকানে আসছিলেন। বাসা থেকে বেরিয়ে কিছুদূর আসার পর মাথায় ইট পড়ে আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কামরাঙ্গিরচর থানার ওসি এ বি এম মশিউর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, বাড়িটি অনেক পুরনো। ছাদের রেলিংয়ের তিনটি ইট খসে পড়ে এ ঘটনাটি ঘটে। এখন পর্যন্ত কেউ মামলা করতে আসেননি।
Comments