টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
টেস্ট ও ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হয়েছে বাংলাদেশের। প্রথম ম্যাচে দাপুটে জয়। এবার সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি টাইগাররা। এ ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। টি-টোয়েন্টি তো বটেই সিরিজে এবারই প্রথম আগে ফিল্ডিং করছে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
সিরিজের শেষ ম্যাচে কিছুটা পরীক্ষা নিরীক্ষায় গিয়েছে বাংলাদেশ। বিশ্রাম দেওয়া হয়েছে নিয়মিত ওপেনার তামিম ইকবালকে। তার জায়গায় একাদশে ফিরেছেন মোহাম্মদ নাঈম শেখ। এছাড়া লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকেও বাদ দেওয়া হয়েছে এ ম্যাচে। তাতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ম্যাচে সুযোগ মিলেছে হাসান মাহমুদের। দেশের ৬৮তম ক্রিকেটের হিসেবে এ সংস্করণে অভিষেক হচ্ছে এ তরুণের। পরিবর্তন আছে আরও। বাদ পেসার শফিউল ইসলামের জায়গায় নেওয়া হয়েছে আরেক পেসার আল-আমিন হোসেনকে।
টেস্ট দিয়ে শুরু হওয়া সিরিজে দাপট দেখিয়ে চলেছে বাংলাদেশ। ইনিংস ব্যবধানে একমাত্র টেস্ট জেতার পর ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে মাশরাফি বিন মর্তুজার দল। সেই সিরিজ দিয়েই অধিনায়কত্বের ইতি টানেন মাশরাফি। এরপর টি-টোয়েন্টিতের প্রথম ম্যাচেও দাপুটে জয়। এবার দ্বিতীয় ম্যাচ জিতেও শতভাগ জয়ের ধারা ধরে রাখতে চাইছে বাংলাদেশ। পাশাপাশি এ সিরিজে জিম্বাবুয়েকে ২-০ ব্যবধানে হারাতে পারলে র্যাঙ্কিংয়ে উন্নতি হবে মাহমুদউল্লাহদের।
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, মেহেদী হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, আল-আমিন হোসেন ও মোস্তাফিজুর রহমান।
বিস্তারিত আসছে...
Comments