ভ্রাম্যমাণ আদালতে শিশুদের দণ্ড অবৈধ: হাইকোর্ট
ভ্রাম্যমাণ আদালতে শিশুদের সাজা দেয়া অবৈধ বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ বুধবার হাইকোর্ট বলেছেন, ভ্রাম্যমাণ আদালতে শিশুদের অভিযুক্ত করা ও সাজা দেয়া সংবিধান পরিপন্থী।
ভ্রাম্যমাণ আদালত যেসব শিশুকে সাজা দিয়েছেন অবিলম্বে তাদের মুক্তি দিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশও দেন হাইকোর্ট।
গত বছর ৩১ অক্টোবর আদালত স্ব-প্রণোদিত হয়ে এ বিষয়ে রুল দেন। রুলের শুনানির পর বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দিয়েছেন।
Comments