মানবজমিন সম্পাদকসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি অ্যামনেস্টির
মানবজমিন এর সম্পাদক মতিউর রহমানসহ ৩২ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থাটির দক্ষিণ এশিয়া ক্যাম্পেইনার সাদ হামাদি এক বিবৃতিতে বাংলাদেশ সরকারের প্রতি এই দাবি জানিয়েছেন।
‘মানবজমিন সম্পাদক ও অপর ৩১ জনের বিরুদ্ধে আরও কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমরা সরকারকে বিরত থাকতে এবং অবিলম্বে মামলাটি প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি,’ বিবৃতিতে বলেন সাদ হামাদি।
ডিজিটাল নিরাপত্তা আইনের সমালোচনা করে তিনি বলেন, ‘পুলিশসহ প্রভাবশালী মহল কীভাবে এই আইনটির অপব্যবহার করছে এই ঘটনা তার দৃষ্টান্ত।’
সোমবার ঢাকার শেরেবাংলা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন আওয়ামী লীগের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। ‘মিথ্যা সংবাদ প্রকাশ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করার’ অভিযোগে এই মামলায় আরও ৩১ জনকে আসামি করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, অভিযুক্তরা বহিষ্কৃত যুব মহিলা লীগ নেতা শামীমা নূর পাপিয়াকে নিয়ে মিথ্যা বানোয়াট-তথ্য সম্বলিত সংবাদ প্রচার করেছেন। অন্যায়ভাবে মিথ্যা সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে অভিযুক্তরা তার সম্মানহানি করেছে এবং এতে জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে। এ ধরনের সংবাদ পরিবেশনের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ব্যাপারে মতিউর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, আমাদের প্রতিবেদনে কারও নাম উল্লেখ করিনি। সুতরাং কারও মানহানি হওয়ারও সুযোগ নেই।
আরও পড়ুন:
মানবজমিন সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি সম্পাদক পরিষদের
Comments