সব ম্যাচ জিতে ‘দুই’ অর্জন, বাংলাদেশের মধুরেণ সমাপয়েৎ

bangladesh vs zimbabwe
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

যাকে বলে একবারে ‘মধুরেণ সমাপয়েৎ’! একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে উড়িয়ে দেওয়ার পর ওয়ানডে সিরিজের তিন ম্যাচেও জেতে বাংলাদেশ। এরপর টি-টোয়েন্টি সিরিজেও সফরকারীদের ধরাশায়ী করেছে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। তাতেই প্রথমবারের মতো দারুণ দুটি অর্জনের স্বাদ নিয়েছে টাইগাররা।

কোনো দলের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের তিন সংস্করণেই জেতার কীর্তি প্রথমবারের মতো গড়েছে বাংলাদেশ। পাশাপাশি টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের প্রতিটিতেই জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে এক দফায় তিন সংস্করণ মিলিয়ে সবগুলো ম্যাচে জয়ও মিলেছে প্রথমবার।

প্রতিপক্ষ জিম্বাবুয়ে শক্তির বিচারে অনেক পিছিয়ে। তা ছাড়া খেলাও বাংলাদেশের মাটিতে। তাই চেনা পরিবেশে অতিথিদের বিপক্ষে তিন সংস্করণে সিরিজ জয় প্রত্যাশিতই ছিল লাল-সবুজের প্রতিনিধিদের।

তবুও গেল বছর বিশ্বকাপের মাঝপথ থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পারফরম্যান্সের গ্রাফ যেহেতু হতাশাজনকভাবে নিম্নমুখী ছিল, সেহেতু এই মাইলফলক কিছুটা হলেও আত্মবিশ্বাসী করে তুলবে দলের ক্রিকেটারদের।

বুধবার (১১ মার্চ) সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে অনবদ্য প্রাপ্তির অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শন উইলিয়ামসের দলের ছুঁড়ে দেওয়া ১২০ রানের লক্ষ্য ২৫ বল বাকি থাকতে অনায়াসে পেরিয়ে গেছে তারা।

এই জয়ে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে ২-০ ব্যবধানে। আগের ম্যাচে একই ভেন্যুতে টাইগাররা জিতেছিল ৪৮ রানে।

সাদা পোশাকের লড়াই দিয়ে শুরু হওয়া সিরিজে একক আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। মুমিনুল হকের নেতৃত্বে ইনিংস ব্যবধানে একমাত্র টেস্ট জেতার পর ওয়ানডে সিরিজে মাশরাফি বিন মর্তুজার অধিনায়কত্বে জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে হারায় স্বাগতিকরা।

Comments

The Daily Star  | English

Public gatherings banned in key Dhaka areas from tomorrow: ISPR

Restrictions imposed to maintain order near Chief Adviser’s Office, military zones

1h ago