৩৯ দেশের নাগরিকদের সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা
ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোসহ ৩৯ দেশের নাগরিকেদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, করোনাভাইরাস বিস্তার রোধে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোসহ ৩৯ দেশের নাগরিকদের সৌদি আরব ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
সেসব দেশের নাগরিকদের পাশাপাশি সেখানে বসবাসকারী অন্য দেশের নাগরিকদের ওপরও এই নিষেধাজ্ঞা থাকবে।
ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ছাড়া নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ফিলিপাইন, সুদান, ইথিওপিয়া, দক্ষিণ সুদান, ইরিত্রিয়া, কেনিয়া, জিবুতি ও সোমালিয়া।
ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগেই সেই সব দেশে বসবাসকারী সৌদি নাগরিকরা দেশে ফিরতে চাইলে তাদের অনুমতি দেওয়া হবে বলেও বার্তা সংস্থার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে, গত ৯ মার্চ ফ্রান্স, জার্মানি, স্পেন, ইতালি, তুরস্ক, ওমান, সংযুক্ত আবর আমিরাত, কুয়েত, বাহরাইন, লেবানন, সিরিয়া, ইরাক, মিশর ও দক্ষিণ কোরিয়ার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় সৌদি আরব।
এছাড়াও, সৌদি আরবের সঙ্গে জর্ডানের স্থলসীমান্ত দিয়ে যাত্রী চলাচলের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি সরকার।
Comments