চাঁপাইনবাবগঞ্জে ২ জন হোম কোয়ারেন্টাইনে

করোনাভাইরাস প্রতিরোধের সতর্কতা হিসেবে ইতালি ও ভারত থেকে সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে ফেরা দুই জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী আজ বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করে বলেছেন, হোম কোয়ারেন্টাইনে রাখা দুই জনের একজন সদর ও আরেকজন শিবগঞ্জ উপজেলার বাসিন্দা।
তিনি আরও জানান, সদর উপজেলার এক নারী সম্প্রতি চিকিৎসা শেষে ভারত থেকে ফিরেছেন। শিবগঞ্জ উপজেলার এক পুরুষ ফিরেছেন ইতালি থেকে।
তাদের শরীরে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকায় বাড়তি সতর্কতা হিসেবে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
স্বাস্থ্য বিভাগের কর্মীরা তাদেরকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন বলেও জানিয়েছেন সিভিল সার্জন।
Comments