৮৬ হাজার দর্শকের মাঝে ছিলেন করোনা আক্রান্তও

ফাইনালে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ভারত। ব্যাটে-বলে জমজমাট লড়াই দেখার প্রত্যাশায় মাঠে জড়ো হয়েছিলেন রেকর্ড ৮৬ হাজার ১৭৪ দর্শক। তাদের একজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে জানিয়ে বিবৃতি দিয়েছে মেলবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি)।
melbourne cricket ground
ছবি: আইসিসি টুইটার

ফাইনালে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ভারত। ব্যাটে-বলে জমজমাট লড়াই দেখার প্রত্যাশায় মাঠে জড়ো হয়েছিলেন রেকর্ড ৮৬ হাজার ১৭৪ দর্শক। তাদের একজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে জানিয়ে বিবৃতি দিয়েছে মেলবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি)।

গেল রবিবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি)। এই স্টেডিয়ামের সার্বিক কার্যক্রম দেখভালের দায়িত্ব এমসিসির।

ক্লাবটি নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে বলেছে, ‘মেলবোর্ন ক্রিকেট ক্লাব এটা জেনেছে যে, গেল ৮ মার্চ রবিবার আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল দেখতে মাঠে আসা একজনের শরীরে কোভিড-১৯ ভাইরাস ধরা পড়েছে।’

সেদিন রেকর্ড সংখ্যক দর্শক উপস্থিতির ফাইনালে করোনা আক্রান্ত ব্যক্তিটি বসেছিলেন এমসিজির উত্তর দিকের গ্যালারির দ্বিতীয় লেভেলে। যাকে ‘এন৪২’ সেকশনও বলা হয়ে থাকে।

বিবৃতিতে এমসিসি আরও বলেছে, আক্রান্ত দর্শকের মাধ্যমে কোভিড-১৯ ভাইরাস ছড়ানোর ঝুঁকি বেশ কম। তবে ‘এন৪২’ সেকশনের অন্যান্য দর্শকদের প্রতি স্বাস্থ্য-সচেতনতা বাড়ানোর পাশাপাশি ফ্লু জাতীয় কোনো লক্ষণ দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হতে নির্দেশনা দিয়েছে তারা।

সব ধরনের নারী ক্রীড়া ইভেন্ট মিলিয়ে স্টেডিয়ামে সর্বোচ্চ সংখ্যক দর্শক হয়েছিল ১৯৯৯ ফিফা নারী বিশ্বকাপের ফাইনালে। তার চেয়ে মাত্র ৪ হাজার ৬৪১ জন দর্শক কম উপস্থিত হয়েছিলেন এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নির্ধারণী লড়াইয়ে। আর নারী ক্রিকেটের ইতিহাসে এটাই রেকর্ড।

Comments

The Daily Star  | English
RMG export to EU rises

Garment export to US falls 9.16% in Jan-Aug

Data released from the Office of Textiles and Apparel (OTEXA) showed the fall

2h ago