স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন না রইজ উদ্দিন

স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এস এম রইজ উদ্দিন আহম্মদের নাম।
ছবি সৌজন্য: উইকিপিডিয়া

স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের তালিকা থেকে এস এম রইজ উদ্দিন আহম্মদের নাম বাদ দেওয়া হয়েছে

আজ বৃহস্পতিবার স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংশোধিত তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সেখানে রইজ উদ্দিন আহম্মদের নাম নেই।

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ গত ২০ ফেব্রুয়ারি দেশের ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২০’ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। তাতে সাহিত্যে এস এম রইজ উদ্দিন আহম্মদের নাম ছিল। সাহিত্যে তার অবদান নিয়ে প্রশ্ন ওঠার পর সংশোধিত তালিকা থেকে নাম বাদ দেওয়া হলো।

নতুন তালিকা অনুযায়ী এবছরের স্বাধীনতা পদকের জন্য মনোনীতরা হলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, কমান্ডার (অব.) আবদুর রউফ, মুহম্মদ আনোয়ার পাশা, আজিজুর রহমান, চিকিৎসাবিদ্যায় অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী, অধ্যাপক ডা. এ কে এম এ মুক্‌তাদির, সংস্কৃতিতে ফেরদৌসী মজুমদার ও কালীপদ দাস।

এছাড়া শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতেশ্বরী হোমস্‌কে স্বাধীনতা পদক দেওয়া হচ্ছে। 

আগামী ২৫ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতা পদক প্রদান করবেন।

Comments

The Daily Star  | English

Production fully suspended at Barapukuria power plant due to technical glitch

The shutdown has led to further power outages as the plant has the capacity to produce 275-megawatt of electricity.

1h ago