অনুশীলনে ফিরলেন মোসাদ্দেক
ইনজুরি কাটিয়ে অবশেষে অনুশীলনে ফিরেছেন বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। ঢাকা প্রিমিয়ার লিগের হয়ে শুরু থেকেই তাই তাকে মাঠে পাচ্ছে আবাহনী লিমিটেড। বৃহস্পতিবার দলের সঙ্গে অনুশীলন করেছেন আবাহনী অধিনায়ক।
গত ৩০ ডিসেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে রান নিতে গিয়ে উল্টে পড়ে ঘাড়ে ব্যথা পেয়েছিলেন মোসাদ্দেক। পরে এমআরআই স্ক্যানে ধরা পড়ে গ্রেড টু টিয়ার। তাতে এক মাসের বিশ্রাম দেওয়া হয় তাকে। তবে পূর্ণ ফিট হতে আরও বেশি সময় লেগে যায় তার। প্রায় আড়াই মাস পর ফের মাঠে নামলেন তিনি।
আর তাকে পেয়েও বেশ উচ্ছ্বসিত আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজন, 'ঢাকা লিগে তিন চার বছর ধরে সে নিজেকে প্রমাণ করে যাচ্ছে। আর ওর বোলিংটাও আমাদের জন্য জরুরী হবে। আর সত্যি কথা বলতে মোসাদ্দেক ফিনিশার হিসেবে খেলবে দলে।'
গত দুই বছর ধরেই ইনজুরি যেন পিছু ছাড়ছে না মোসাদ্দেকের। ইনজুরি কাটিয়ে ফিরলে কিছুদিন না যেতেই আবার ইনজুরিতে পড়েন। বারবার ইনজুরি পড়ায় এবার বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েছেন। এখন দেখার বিষয় এবার কতোদিন সুস্থভাবে কাটাতে পারেন এ তারকা।
Comments